- নতুন সংযোগ গ্রহণের জন্য এই লিঙ্কে ক্লিক করে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করুন। আবেদন ফরম পূরণের পর প্রিন্ট করে সংরক্ষণ করুন । শিল্প ও সেচ সংযোগের ক্ষেত্রে অফিসে এসে আবেদন করতে হবে। লাইন নির্মাণের প্রয়োজন হলে অফিসে এসে আবেদন করতে হবে ।
- পরবর্তীতে অনলাইন আবেদনের ক্ষেত্রে এস এম এস এর মাধ্যমে আপনাকে ডিমান্ড নোট ও প্রাক্কলন ইস্যু করা হবে। ডিমান্ড নোট অনুযায়ী সকল কার্য সম্পাদন ও উল্লেখিত টাকা গ্রহন করা হবে এবং যত দ্রুত সম্ভব সংযোগ প্রদোনের ব্যবস্থা গ্রহন করা হবে।
- পরবর্তী মাসের রিডিং সাইকেল অনুযায়ী গ্রাহকের ১ম মাসের বিল জারী করা হবে। সদস্য সেবা বিভাগের ‘‘এক অবস্থানে সেবা’’ থেকে নতুন সংযোগ নিয়মাবলী ও এতদসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাবলী জানা যাবে ।